সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে, হোটেল থেকে চেক আউট করে চললাম চট্রগ্রাম ক্যান্টনমেন্ট। বন্ধু কর্নেল। তার বিশাল বাহিনি। তার আতিথিওতায় আমি এবং আমার পরিবার মুগ্ধ।
চট্রগ্রাম ক্যান্টনমেন্ট কিছুক্ষণ থেকে এর পর আমরা গেলাম ভাটিয়ারী গলফ ক্লাবে। সেখানে কিছুক্ষন থেকে আমরা শহরে আমার খালাতো বোনের বাসায় দাওয়াত খেতে গেলাম।
এর পর রাতের ট্রেন। ট্রেন ধরে চট্রগ্রাম থেকে ঢাকায়।
Please follow and like us: