দিন ৮ – সিনানের সাথে সারা দিন

ঢাকায় আসার আগে সিনানের কাছে আমার দুইটা ওয়াদা ছিল, এক – আমি তাকে পুলিশ অফিসে নিয়ে যাবো, সিনান দেখবে কিভাবে পুলিশ কাজ করে। দুই, আমি সিনানকে হেলিকপ্টার দেখাবো। পুলিশ বন্ধুকে বলে ওর অফিসে এপয়েন্টমেন্ট করলাম আর পাইলট বন্ধুকে বলে এয়ারপোর্টে যাবার ব্যবস্থা করলাম। সকালেই বের হলাম। দুই গন্তব্য ঢাকা শহরের দুই মাথায়। একটা ফুলবাড়িয়া আর আরেকটা ঢাকা এয়ারপোর্ট। বাহন হল আমার আর আমার ছেলের পছন্দের সি এন জি