দিন ১৩ – স্কুল প্রাঙ্গন by admin on January 17, 2017 in Dhaka অডিটোরিয়াম এর সামনে। এখানেই আমাদের বার্ষিক মিলাদ সহ সকল অনুষ্ঠান হত। কত স্মৃতি ডাক্তার বন্ধু রবিন আরিফ। কত স্মৃতি আরিফের সাথে। প্রতিদিন একসাথে স্কুল থেকে বাসায় যেতাম একসাথে এক রিক্সায় শাকিব, সজিব, রবিন, আরিফ আর আমি স্যারের সাথে আরিফ আর সজিব অমলেশ স্যার করিডোর শেষ যেই রুমে আমাদের ক্লাস হত ক্লাস্রুম, তবে বক্স টাইপ বেঞ্চ গুলা আর নাই এসেম্বলি ডায়াস, কিন্তু এটা টেবিল টেনিস কোর্ট হিসেবে অধিক পরিচিত এই বাস্তা ধরেই টিফিন আনতে যেত শাকিব মামার হাসিটা আগের মতই আছে, তবে আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমাদের সাথে হাসত না সজিবের বাসা থেকে ফোন আসছিল, কারন সজিব বাজারের নাম দিয়ে দেখা করতে আসছে অডিটোরিয়াম এই বাগান ছিল হেড মাস্টারের রুমের সামনে স্কুলের সামনে স্কুলের ভিতরের গেট Please follow and like us: