বাংলাদেশ কমিউনিটি এর পিকনিক

মালায়শিয়াতে যেসব বাংলাদেশী কর্মরত আছেন, তাদের একটা গ্রুপ নিয়ে আমরা ১৫ই জানুয়ারি পিকনিকে গিয়েছিলাম। জায়গাটি পোর্ট ডিক্সন এলাকায় এবং এর নাম গোল্ড কোস্ট।

আমরা ১২টার নাগাদ পৌছালাম। ক্যাটারার ঠিক করা ছিল। সে এসে বার বি কিউ চড়িয়ে দিল।  বার বি কিউ শেষ হতেই খাবার খাওয়া শুরু হল। খাবার খাওয়ার পর, হালকা গান, আড্ডা, গল্প করে আমরা বিকেলের দিকে ফিরতে শুরু করলাম।

ফেরার পথে আমরা পাশের এক সৈকতে বেড়াতে গেলাম।এই সৈকতের বৈশিস্ট হল এর স্রোত বেশি, পানি পরিস্কার আর বালু লাল। সব মিলিয়ে ভালো একটা সৈকত। আর সবচেয়ে বড় ব্যপার হল এই সৈকতে চমৎকার সূর্যাস্ত দেখা যায়