
প্রতিদিন অনেকগুলো এয়ারলাইন্সের বেশ কয়েকটা ফ্লাইট কুয়ালা লাম্পুর থেকে ঢাকা যায় কিন্তু আমার পছন্দ বাংলাদেশ বিমান। কারন বিমানের প্লেন টি বড়। হাঁস-ফাঁস লাগে না। সমস্যা হল বিমানের ফ্লাইট প্রায়ই দেরি হয়। আজকেও দেরি। তার উপরে আরও হতাশার বিষয় ছিল পুরানো প্নেন। কিন্তু বড়।

বিমান দেরি করে ছাড়লেও কিভাবে যেন তাড়াতাড়ি পৌছে গেল। ঢাকাতে বিমানবন্দরে আব্বা গাড়ি নিয়ে আমাদের জন্য আপেক্ষা করছিলেন। তাড়াতাড়ি বের হয়ে গাড়িতে উঠলাম কোনও ঝামেলা ছাড়াই।

আব্বাকে বাসায় নামিয়ে দিয়ে আমরা চলে গেলাম মালিবাগ। মালিবাগ পৌছাতে পৌছাতে অনেক রাত হয়ে গেল। বাসায় পৌছে, সেই আমার পুরনো আসবাবপত্র, পুরনো টিভি… সবকিছু মিলেয়ে কেমন যেন নস্টালজিক লাগতে থাকে।
Please follow and like us: